‘জাতীয় দলে খেলতে না পারার আক্ষেপ রয়েছে’

সাক্ষাৎকার

ক্রীড়া ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
‘জাতীয় দলে খেলতে না পারার আক্ষেপ রয়েছে’

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর লাল-সবুজ জার্সিতে দুর্দান্ত অভিষেকের পর ধীরে ধীরে আগ্রহ বাড়ছে বাংলাদেশের আরও প্রবাসী ফুটবলারদের। লাল-সবুজের জার্সিতে খেলতে অপেক্ষা করছেন অনেকেই। সম্প্রতি বাংলাদেশ দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডে খেলা কিউবা মিচেল। জাতীয় দলে ডাক না পেলেও বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন তিনি।  

কেন ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশকে বেছে নিলেন?

কিউবা : যেহেতু আমি আধা বাঙালি আধা জামাইকান। তাই চিন্তা শুরু করলাম কোন দেশের হয়ে খেলব। যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমার সঙ্গে যোগাযোগ করল তখনই সিদ্ধান্ত নিলাম বাংলাদেশের হয়েই খেলব।

বাংলাদেশের দর্শকদের কেমন বুঝলেন?

কিউবা : বাংলাদেশের দর্শকদের ফুটবলের প্রতি ভালোবাসা অন্যরকমের। হামজা চৌধুরীর আগমনে যে জোয়ার দেখলাম, তাতেই সিদ্ধান্ত নিতে কোনো পিছ পা হইনি।

জাতীয় দলে ডাক না পাওয়াটার ব্যাপারে কি বলবেন?

কিউবা : জাতীয় দলে ডাক না পাওয়াটা আমার জন্য আক্ষেপের।

সত্যি বলতে কি- কষ্ট পেয়েছি। তবে কোচের সিদ্ধান্তকে অবশ্যই শ্রদ্ধা করি আমি। তবে লম্বা সময়ের জন্য এটা আমি ভালো মনে করি।

ইউরোপ ছেড়ে বাংলাদেশে আসা, ক্যারিয়ারের কি প্রভাব পড়বে না?

কিউবা : সান্দারল্যান্ডে খেলেছিলাম পিএল টুতে। কিন্তু একটা ইনজুরিতে চার মাস ছিটকে যাই। তাই চুক্তি নবায়ন হয়নি। যে কারণে আমাকে ছেড়ে দিতে হয় ক্লাবকে। অনেকেই বোঝেনই এমন একটি ক্লাব আমাকে ছাড়তে হলো। অনেক ক্লাবে গেছি কিন্তু কোনোটাতে মন বসছিল না।

বসুন্ধরা কিংসকে কেন বেছে নিলেন?

কিউবা : বসুন্ধরা যখন যোগাযোগ করল, পরিকল্পনা করল, তখন সিদ্ধান্ত নিলাম বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগে খেলব। বসুন্ধরার মাধ্যমে জাতীয় দলে খেলার সুযোগও তারা করে দিল।

কারণ কি শুধু এটিই?

আরও পড়ুন:

বিপাকে আলভেস

কিউবা : দেখেন অনেক কারণই থাকে। এই ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপের সেরা লিগ ছেড়ে এশিয়ার সৌদির লিগে জয়েন করল- এটাও আমার একটা অনুপ্রেরণা বলতে পারেন। রোনালদো সৌদি লিগে যাওয়ার পর তাদের লিগ এখন বিশে^ জমজমাট। তেমনি হামজা, সমিত, আমরা বাংলাদেশের লিগে খেললেও এই ফুটবলেরই উন্নতি হবে, দর্শকপ্রিয়তাও বাড়বে।

আপনার লক্ষ্য কি?

কিউবা : আমার লক্ষ্য পরিষ্কার। আমার বয়স এখন ১৯। অনূর্ধ্ব-২৩ দলে খেলেই জাতীয় দলে প্রমাণ করতে চাই। বাংলাদেশের ফুটবল দিন দিন ভালো করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের ফুটবল দল একদিন বিশ^কাপ খেলবে। তবে সম্ভব যদি হামজা, সমিত আর বাকিরা নিজেদের ঠিকভাবে প্রমাণ করতে পারে।