আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন আজ। বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।
দিনটি উপলক্ষে আজ বেলা ১১টায় বনানী কবরস্থানে প্রয়াতের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ ছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আরাফাত রহমান কোকো ২০০২-০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন তিনি।