র্যাব বিলুপ্ত হবে কি না, এ নিয়ে চিন্তা-ভাবনা করছি না: ডিজি
র্যাবের বিলুপ্ত করা নিয়ে ভাবছেন না বলে জানালেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বিভিন্ন মহলে র্যাব বিলুপ্তি নিয়ে আলোচনা চলছে, এ নিয়ে কী ভাবছেন জানতে চাইলে র্যাব ডিজি বলেন, ‘আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো, কীভাবে অপরাধ দমন করবো, কীভাবে সাধারণ মানুষকে একটু স্বস্তিতে চলাফেরা করার সুযোগ দেবো যেন তারা ছিনতাইয়ের সম্মুখীন না হয়, চাঁদাবাজের সম্মুখীন না হয়, দস্যুতার সম্মুখীন না হয়, কোনো অপহরণ না ঘটে।’
তিনি বলেন, ‘এই অপরাধগুলো নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। এই অপরাধীদের গ্রেপ্তার করার জন্য আমরা সবচেয়ে বেশি চিন্তা-ভাবনা করছি। সুতরাং র্যাব বিলুপ্ত হবে কি হবে না, এ নিয়ে এই মুহূর্তে আমরা কোনো চিন্তা-ভাবনা করছি না। এটা সরকার দেখবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নির্বাচন নিয়ে র্যাবের প্রস্তুতি নিয়ে জোনতে চাইলে এ কে এম শহিদুর রহমান বলেন, ‘সামনের নির্বাচনের জন্য সরকার আমাদের যে দায়িত্ব দেবে বা নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সে দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আপনারা ৫ আগস্টের পরে এই পর্যন্ত দেখছেন যে র্যাব কীভাবে কাজ করছে। আমরা দেশে যে যে কোনো ধরনের বড় ধরনের ক্রাইম সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে সেখানে যাই এবং কাজ করি। আমরা মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যায় বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছি।’
তিনি বলেন, ‘গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটল, এটা আমরাই প্রথম আসামি গ্রেপ্তার করি। পরে পুলিশ এবং আমরা যৌথভাবে এ পর্যন্ত আটজন আসামি গ্রেপ্তার করেছি। এই যে আট টুকরা লাশ ফেলে রাখার ক্লুলেস একটা মার্ডার, সেটাও খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা ডিটেক্ট করি এবং তিন আসামিকে গ্রেপ্তার করি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?