ইয়াবা নিয়ে ধরা খেয়ে জেলে স্বামী, পর দিন ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার
পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫২ পিস ইয়াবাসহ সাবিনা আক্তার (২০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার একদিন আগে ওই নারীর স্বামীকে ইয়াবাসহ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
আজ সোমবার ভোরে নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। সাবিনা আক্তার একই গ্রামের মাদক ব্যবসায়ী রবিউলের স্ত্রী।
এর আগে গতকাল রবিবার রাতে ২০০ পিস ইয়াবা নিয়ে রবিউল পুলিশের হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মদন থানার ওসি দেবাংশু কুমার দে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ আজ ভোর ৫টার দিকে চাঁনগাও শাহাপুর গ্রাম থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় ১৫২পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নাম সাবিনা আক্তার।’
ওসি আরও বলেন, ‘সাবিনা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দিয়ে নেত্রকোনার জেল হাজতে পাঠানো হয়েছে। এর একদিন আগে তার স্বামী রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে।’