বিরোধী সংসদ সদস্যদের আটকের কারণ জানালো দিল্লি পুলিশ
বিরোধী সংসদ সদস্যদের সংখ্যা বেশি হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। নয়াদিল্লি পুলিশের ডিসিপি দেবেশ কুমার বলেছেন, ‘নির্বাচন কমিশন প্রায় ৩০ জন সংসদ সদস্যকে বৈঠকের অনুমতি দিয়েছিল। তবে, সংসদ সদস্যদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদেরকে আটক করা হয়েছে।’
পুলিশ জানায়, ‘তাদের বলা হয়েছিল যে ৩০ জনকে অনুমতি দেওয়া হয়েছে, যে কোনও ৩০ জন আসতে পারেন। কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই তাদের আটক করা হয়েছে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বিবিসি সংবাদদাতা আশা ইয়েদগেকে বলেন, "আমরা বিক্ষোভকারীদের আটক করার নির্দেশ পেয়েছি এবং নির্বাচন কমিশনের প্রধান গেট থেকে গণমাধ্যমকে দূরে রাখতে বলা হয়েছে।"
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী সংসদ সদস্যদের ভোটার তালিকা ইস্যুতে সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ করছিলেন, এ সময় পুলিশ তাদের আটক করে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস