জয়ার প্রেমিক কে, বাংলাদেশি নাকি ভারতীয়?

বিনোদন প্রতিবেদক
১১ আগস্ট ২০২৫, ১৪:৫৮
শেয়ার :
জয়ার প্রেমিক কে, বাংলাদেশি নাকি ভারতীয়?

ব্যক্তিজীবন নিয়ে বরাবরই নিশ্চুপ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে হঠাৎ সেই নীরবতা ভাঙলেন তিনি, বললেন সম্পর্কের কথা। ভারতীয় একটি গণমাধ্যমে জয়া জানান, দীর্ঘদিন ধরেই সম্পর্কে আছেন তিনি। শুধু তাই নয়, প্রেমিক শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন সে কথাও জানান জয়া।

এ নিয়ে অভিনেত্রীর ভক্তমহলে চলছে নানা তর্ক-বিতর্ক। সামনে আসছে পুরনো সব গুঞ্জন। কেউ কেউ বলছেন, জয়ার ভালোবাসার মানুষটি বাংলাদেশের না, থাকেন বিদেশে। আবার কারো কথায়, তিনি একজন ভারতীয় নাগরিক! বিষয়টি নিয়ে অভিনেত্রীর কাছের মানুষজনও যেন মুখে কুলুপ এঁটেছেন। তবে বসে নেই নেটিজেনরা। তারা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন।

এদিকে জয়ার কথাতেও ‘প্রেমিক’র কিছু ইঙ্গিত পাওয়া যায়। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি। অবশ্যই সেটা বহু বছর। তবে উনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।’

কেন সেই মানুষটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, জানিয়ে জয়া বলেন, ‘আমার মনে হয়, পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি, সেটা অনেক বড় বিষয়। আমার অনেক অত্যাচার সহ্য করেন তিনি। অভিনয়শিল্পী হওয়ার সুবাদে আমি এত ট্রাভেল করি! এই যে এখানে (কলকাতায়) পড়ে আছি, কাজ করছি। তিনি এসবে কিছুই মনে করেন না। আমাকে কাজ করতে দিচ্ছেন। এটা কিন্তু বড় বিষয়। কারণ একসঙ্গে থাকবারও প্রয়োজন আছে। সেই সুযোগটা তো আমাদের হয়ে উঠছে না। যারা একজন অভিনেতার সঙ্গে সম্পর্কে থাকেন, তারা জানেন তাদের মধ্যে একটা খ্যাপামো থাকে, পাগলামি থাকে। আমি যেমন প্রাইভেট পারসন, উনিও তেমন প্রাইভেট থাকতে পছন্দ করেন। আমরা নিজেদের মতো থাকতে পছন্দ করি। আরও অনেক ব্যাপার আছে। উনি খুব শান্ত, আমিও তেমনি। এ কারণেই তার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে। আর সম্পর্ক হওয়ার পর কাজের ক্ষেত্রে আমাকে সাপোর্ট করছেন। এটাও খুব ইতিবাচক।’

জয়ার এই বক্তব্যে দুটি বিষয় স্পষ্ট- এক, তার প্রেমিক শোবিজের কেউ না। দুই, তিনি ভারতেরও কেউ না। কারণ জয়া তার কথায় বলেছেন, ‘অভিনয়শিল্পী হওয়ার সুবাদে আমি এত ট্রাভেল করি! এই যে এখানে (কলকাতায়) পড়ে আছি, কাজ করছি। তিনি এসবে কিছুই মনে করেন না।’

এখন নেটিজেনদের হিসেবে- জয়ার প্রেমিক বাংলাদেশি একজন ব্যবসায়ী! কারণ বছর দুই আগে এমনই এক গুঞ্জন উঠেছিল শোবিজে। তখন বিষয়টি এড়িয়ে গেলেও জয়া জানান, সময় হলে সব জানতে পারবেন।

এখন শুধু সময়ের অপেক্ষা, কবে জয়ার মুখ থেকেই প্রকাশ্যে আসবে তার ভালোবাসার মানুষের নামটি। আর জয়ার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের চাওয়াও ঠিক তাই।