দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
দিল্লিতে নির্বাচন অভিমুখে মিছিল থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দেশটির পুলিশ। আজ সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে মিছিল শুরু করে বিরোধী ইন্ডিয়া জোট। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, দিল্লির সংসদ চত্বর ‘ভোট চুরি বন্ধ হোক’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন। মিছিলের নেতৃত্ব দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ৷ সংসদ চত্বর ছাড়তেই ব্যারিকেডে আটকায় পুলিশ ৷ ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখান বিরোধী নেত্রী মহুয়া মৈত্র, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ ডেরেক ও'ব্রায়েনরা ৷ বিক্ষোভে ছিলেন জয়া বচ্চন ও সায়নী ঘোষের মতো নেত্রীরা।
একটা সময় রাস্তার উপরে বসে পড়েন তারা ৷ স্লোগান তোলেন, ‘এসআইআর মানছি না মানব না’, ‘ভোট চুরি বন্ধ করো’ ৷ দেশের বিভিন্ন ভাষায় লেখা পোস্টারও ছিল, প্রতিটি পোস্টারেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় । পাশাপাশি, ‘মোদি সরকার হায় হায়’ স্লোগান দেন মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষরা । পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ও মিতালি বাগ ৷
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জানা যায়, আটকের পর বাসে নিয়ে যাওয়ার সময় জ্ঞান হারান মহুয়া ৷ মুখে-চোখে পানি দেওয়া হয় তার ৷ কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয় ৷ অন্যদিকে, বিক্ষোভের মাঝে রাস্তাতেই অসুস্থ বোধ করেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ৷ তবে দুই সংসদ সদস্যই এখন সুস্থ রয়েছেন বলে জানা গেছে। ৷
রবিবারই দিল্লি পুলিশ জানায়, , বিরোধী জোট ইন্ডিয়ার তরফে সংসদ ভবন থেকে কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করে যাওয়ার অনুমতি চাওয়া হয়নি ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উল্লেখ্য, আজ অধিবেশনের শুরুতেই এসআইআর-এর বিরোধিতা শুরু হয় বিরোধীদলীয় নেতাদের পক্ষ থেকে। সোমবার লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। হইচইয়ের জেরে সংসদের দুই কক্ষের অধিবেশনই দুপুর ২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় ৷