পাকিস্তানে ভূমিধস, ৭ স্বেচ্ছাসেবকের মৃত্যু
পাকিস্তানের গিলগিট বালিস্তানে বন্যাপরবর্তী উদ্ধাকাজে গিয়ে ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও সাতজন। আজ সোমবার প্রদেশের দানোয়ার নুলাহ শহরে এই ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গিলগিট-বালতিস্তান (জিবি) সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক বলেছেন, আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি সেবা চালু করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে বলেও জানান ফারাক
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ থেকে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় জীবিত উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সাম্প্রতিক মৌসুমি বৃষ্টিপাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬০ জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। গিলগিট-বালতিস্তানও তীব্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে গত মাসে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জন মারা যান এবং শত শত বাড়িঘর ও পানিপ্রবাহ ধ্বংস হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস