আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১২:২২
শেয়ার :
আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ

আবারও যান্ত্রিক গোলযোগের কবলে পড়েছে ভারতের এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ। কংগ্রেস সংসদ সদস্য ও এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল সামাজিক মাধ্যমে পোস্ট করে এই বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।  

বেনুগোপাল লিখেছেন, তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে তিরুঅনন্তপুরম থেকে দিল্লি আসছিলেন। বিমানটি একটু দেরিতে ছাড়ে। কিছুক্ষণ পর প্রবল ঝাঁকুনির মুখে পড়েন তারা। ঘণ্টাখানেক পর পাইলট ঘোষণা করেন, সিগন্যালে ত্রুটি রয়েছে। বিমানটিকে চেন্নাই বিমানবন্দরে নামানো হবে। বেশ কিুছুক্ষণ চেন্নাই বিমানবন্দরের ওপর উড্ডয়নের পর তা নিচে নামে। বেনুগোপাল লিখেছেন, সেসময় আরেকটি বিমান চেন্নাই বিমানবন্দরে থাকায় বিমানটি কিছুক্ষণ পর নামতে পারে। যাত্রীরা সকলে আতঙ্কিত হয়ে পড়েন। 

কংগ্রেস নেতা আরও লিখেন, বিমানের সব যাত্রী সুরক্ষিত। তারা কপালজোরে বেঁচে গেছেন। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যেন সচেতন হন। ঘটনার যেন তদন্ত করা হয়। বিমানে বেনুগোপাল ছাড়াও সাংসদ কে সুরেশ, কে রাধাকৃষ্ণন এবং বরার্ট ব্রুস ছিলেন। 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার ফলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। বিমানটি চেন্নাই নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে প্রথমবার অবতরণের চেষ্টা করার সময় এটিসি সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলে।’ 

সংস্থাটি জানিয়েছে, রানওয়তে অন্য কোনও বিমান ছিল না। তাদের পাইলটরা প্রশিক্ষিত এবং তারা সব পদ্ধতি মেনে বিমানটিকে নামিয়েছেন।