‘মাদার অব ড্রাগন’ রূপে সাদিয়া আয়মান

বিনোদন প্রতিবেদক
১১ আগস্ট ২০২৫, ১১:৩৭
শেয়ার :
‘মাদার অব ড্রাগন’ রূপে সাদিয়া আয়মান

‘গেমস অব থ্রোনস’ বিশ্ব দর্শকদের কাছে জনপ্রিয় একটি সিরিজ। ক’দিন আগে সেই সিরিজের রাজকন্যা ডেনেরিস টারগেরিয়ান লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান। নেটদুনিয়ায় ভাইরাল হয় তার ‘মাদার অব ড্রাগন’ লুকের ছবিগুলো। এরপর গতকাল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নধর্মী আরও কিছু ছবি শেয়ার করেছেন সাদিয়া।

যেখানে তার পরনে হলুদ জাম্পস্যুট, হাতে তলোয়ার বা সামুরাই! দেখে মনে হয় যেন কোনো জাপানিজ কিংবা চাইনিজ সিনেমার চরিত্র, তারই শুটিং চলছে! কিন্তু না, সাদিয়ার এই লুক মূলত কিংবদন্তি নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘কিলবিল’ ফ্র্যাঞ্চাইজির বিখ্যাত ‘দ্য ব্রাইড’ চরিত্রের পুনঃসৃষ্টি!

‘রাজকন্যা ডেনেরিস’ ও ‘দ্য ব্রাইড’ লুক দুটির সূত্র ধরে সাদিয়া আয়মানের সঙ্গে কথা হলে জানা যায়, সম্প্রতি তিনি একটি মুঠোফোন কোম্পানির নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন, যেখানে তাকে আরও একটি বিখ্যাত চরিত্রের লুকে দেখা যাবে! সেটি শূন্য দশকের জনপ্রিয় হিন্দি টিভি সিরিজ ‘কসৌটি জিন্দেগি কে’র মুখ্য চরিত্র ‘কমলিকা’ রূপে! ইতিমধ্যে ইনস্টাগ্রামে এই লুকও শেয়ার করেছেন তিনি।

জানা গেছে, জনপ্রিয় এই তিন চরিত্রের পাশাপাশি বিজ্ঞাপনটিতে স্বরূপে থাকছেন সাদিয়া নিজেও! এমন ব্যতিক্রমধর্মী একটি কাজ করতে পেরে অভিনেত্রী নিজেও বেশ আনন্দিত।

তার কথায়, ‘সবচেয়ে বেশি মজা লেগেছে ফাইটিং সিনগুলো। কমলিকা বা ডেনেরিসের ক্ষেত্রে আমি কেবল গেটআপ নিয়েছি, কিন্তু দ্য ব্রাইডের ক্ষেত্রে আমাকে ফাইটিং প্র্যাকটিস করতে হয়েছে। শুটিংয়ের আগের দিন গিয়ে রিহার্সাল করেছি। তলোয়ার হাতে নেওয়ার পরই মনে হচ্ছিল যে, আই অ্যাম আ ফাইটার! এখন আমার মার্শাল আর্ট কিংবা সোর্ড ফাইটিং শেখার ইচ্ছে তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে এটা একটা মজার প্রজেক্ট। কাজ করেও খুব ভালো লেগেছে। একই দিনে তিন-তিনটা বিখ্যাত চরিত্রে অভিনয় করা, আবার সাদিয়া আয়মান হয়েও অভিনয় করেছি- এটা আসলে খুবই মজার ছিল।’

জানা যায়, ভিন্নধর্মী বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসছে। এটি পরিচালনা করেছেন নাসের হাসিব সিদ্দিকী। কস্টিউমে ছিলেন বিজয়া, মেকআপ করেছেন শফিক।