সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ০৯:৫৫
শেয়ার :
সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই স্বীকৃতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দেওয়া হবে এবং এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অঙ্গীকার নেওয়া হবে।

তিনি বলেন, ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও দুর্ভিক্ষের অবসান ঘটানোর মানবজাতির সর্বোত্তম পন্থা।’

অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধের জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েল বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা।

ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ এর আগে বলেছে যে রাষ্ট্রের স্বীকৃতি তার জনগণের আত্মনিয়ন্ত্রণের প্রতি ক্রমবর্ধমান সমর্থনের ইঙ্গিত দেয়।

আলবানিজ বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিশ্রুতি হচ্ছে- ভবিষ্যতে দেশটিতে হামাস কোনো ভূমিকা পালন করবে না।