সংখ্যার চেয়ে ভালো কাজ সব সময় গুরুত্বপূর্ণ

সাক্ষাৎকার

জাহিদ ভূঁইয়া
১১ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
সংখ্যার চেয়ে ভালো কাজ সব সময় গুরুত্বপূর্ণ

ইয়াশ রোহান। ছোটপর্দার এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা। সম্প্রতি তার অভিনীত নাটক ‘শালিক বালিকা’ দর্শকের মাঝে সাড়া ফেলেছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘উইশ কার্ড’ নাটকটি। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন-জাহিদ ভূঁইয়া

ইউটিউবে প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই ‘শালিক বালিকা’-এর ভিউ ২৪ লাখ ছাড়িয়েছে। কেমন লাগছে?

এটা অবশ্যই ভালো লাগার বিষয়। কারণ দর্শকের জন্যই আমরা কাজ করি, তাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক বলে মনে হয়। মাছরাঙা টিভির বর্ষপূর্তি উপলক্ষে নাটকটি নির্মাণ করেন মাহমুদ মাহিন। পরে ৭ আগস্ট সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়। নাটকে আমার সহশিল্পী হিসেবে ছিলেন তানজিম সাইয়ারা তটিনী। এরই মধ্যে অনেকে কাজটি দেখে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ‘ভালো থেকো’ ও ‘নসিব’ নামের দুটি নাটকও দর্শক পছন্দ করেছেন?

হ্যাঁ, ওই দুটি নাটক থেকেও বেশ সাড়া পাচ্ছি। এর মধ্যে ‘ভালো থেকো’ সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ৫ জুলাই। এটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। ইতোমধ্যে নাটকটির ভিউ ৯২ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে ১০ জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘নসিব’ নাটকটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এখন পর্যন্ত ১ কোটির বেশি দর্শক এটি উপভোগ করেছেন। দুটি নাটকেই আমার সহশিল্পী ছিলেন তটিনী।

বেশির ভাগ নাটকেই আপনার সঙ্গে তটিনীকে দেখা যাচ্ছে। আপনাদের জুটি কি পোক্ত জুটি হতে চলেছে?

বিষয়টি পুরোপুরি নির্ভর করে দর্শকের ওপর। তারা পছন্দ করছেন বলেই হয়তো নির্মাতা-প্রযোজকরা আমাদের নিয়ে কাজ করছেন। আমার কাছে মনে হয়, একসঙ্গে অনেক নাটকে অভিনয় করলে কাজের বোঝাপড়াটা ভালো হয়।

প্রায়ই আপনাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যায়, এর কোনো সত্যতা আছে?

এ ধরনের প্রশ্নের সম্মুখীন আগেও হয়েছি। তবে এটা কেবলই গুঞ্জন। আরেকটা কথা সবার উদ্দেশে বলতে চাই, কাজের বাইরে ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না। মানুষের অনেক কিছু বলার ও মনে করার বিষয় আছে। তারা যা খুশি মনে করতে পারে। তবে হ্যাঁ, তটিনী কাজের জায়গায় ভালো বন্ধু।

কাজের ক্ষেত্রে সংখ্যা নাকি মান- কোনটায় বিশ্বাস করেন?

অবশ্যই আমার কাছে মানের বিষয়টি গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করার ক্ষেত্রে মানের ব্যাপারটি নিশ্চিত হয়েই নিজেকে অন্তর্ভুক্ত করি। আমার কাছে সংখ্যার চেয়ে ভালো কাজ সব সময় গুরুত্বপূর্ণ।

নতুন কোনো সিনেমায় দেখা যাবে?

কিছু গল্প ও চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে কয়েকটার গল্প ভালো লেগেছে। কোনো কিছুর সিদ্ধান্ত এলে অবশ্যই সবাইকে জানাব।

বাবা নরেশ ভূইয়া এবং মা শিল্পী সরকার অপু দুজনই গুণী অভিনয়শিল্পী। বাসায় আপনার অভিনয় নিয়ে কোনো আলোচনা হয়?

আমার অভিনয়ের বিষয়ে বাসায় কখনও আলোচনা হয় না। যখন সবাই একসঙ্গে থাকি, তখন শুধু পারিবারিক বিষয়ে আলোচনা হয়। আমার ধারণা, বাবা-মা তাদের সন্তানের অভিনয় নিয়ে সমালোচনা করলেও সেটা বেশি করবেন, আবার প্রশংসা করলেও হয়তো বাড়িয়ে বলবেন। তাই বিষয়গুলো আমরা বাসায় টানি না।

কাজের মূল্যায়ন কীভাবে দেখেন?

ভালো কাজ করে যেতে চাই। সেই কাজের মূল্যায়ন পেলে আরও ভালো কাজ করব। মূল্যায়ন না পেলে কাজ করব না। যেহেতু আমার দর্শকের কাছে সেই মূল্যায়ন পাচ্ছি, তাই আরও ভালো কাজ করে যেতে চাই।