কটাক্ষের জবাব দিলেন স্বরা
যে কোনো বিষয়ে সোজাসাপ্টা মত প্রকাশ করা বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বভাব। ফলে সিনে দুনিয়ায় অনেকেই তাকে ‘ঠোঁটকাটা’ বলে থাকেন। বেশ কিছু বিষয়ে তার মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। তবে এবার যে বিষয়টি নিয়ে স্বরা ক্ষোভ প্রকাশ করলেন, সেটি গ্রহণযোগ্য বলেই অনেকের মত।
অভিনেত্রীর স্বামী ফাহাদ আহমেদকে যারা ‘ফুটপাতের ছাপড়ি দোকানি’ বলছেন, তারা নিচু মানসিকতার পরিচয়ই তুলে ধরছেন।
ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি টেলিপর্দার রিয়ালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’তে স্বামী ফাহাদকে নিয়ে যোগ দিয়েছিলেন স্বরা। সেই শোতে পরিণীতি চোপড়াও হাজির হন স্বামী রাঘব চাড্ডাকে নিয়ে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এই দুই অভিনেত্রীর স্বামীরই রাজনৈতিক পরিচয় রয়েছে। সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত স্বরা সামাজিক মাধ্যমে ভাগ করে নিতেই ধেয়ে আসে আক্রমণ। সাংসদ রাঘবের সঙ্গে এনসিপি (শরদ পাওয়ার) নেতা ফাহাদের চেহারার তুলনা টেনে নিন্দুকরা কটাক্ষ করেন। একজন তো ‘ফুটপাতের ছাপড়ি দোকানি’ বলেও আক্রমণ করেন।
পরে এর জবাব দেন স্বরা। তিনি লিখেছেন, “লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। এটিও জানেন না যে, ‘ছাপড়ি’ শব্দটা শ্রেণি তুলে কটাক্ষ করার মতো। খুবই নিম্নমানের শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহার করা হয়। অবশ্য ডোংরির ফুটপাতের দোকানি হওয়ার মধ্যেও খারাপ কিছু নেই। জাত্যাভিমানে ভরা মূর্খের দল কোথাকার!”
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল