৩০ বছর পর মঞ্চে ফিরছেন আফজাল
ঢাকা থিয়েটার ও দেশ নাটক যৌথভাবে মঞ্চে নিয়ে আসছে ‘পেন্ডুলাম’। এই নাটক দিয়ে ৩০ বছর পর মঞ্চে ফিরছেন আফজাল হোসেন। মাসুম রেজার লেখা নাটকটি নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, ‘নাট্যকার মাসুম রেজা ও আফজাল হোসেন আমার কাছে এসে নাটকটির কথা বলেন। আমাকে নির্দেশনা দিতে হবে। আফজালও কাজ করার আগ্রহ দেখায়। তখন সবাই কাজ শুরু করি। কিন্তু হঠাৎ করেই আফজাল অসুস্থ হওয়ায় সে সময় শো করা সম্ভব হয়নি। এবার আবার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এই নাটকটি একটি মাইলস্টোন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে নাটকটি মঞ্চায়ন করা হবে।’ বর্তমানে চীনে অবস্থান করছেন আফজাল হোসেন। আগামী ১৪ আগস্ট দেশে ফিরবেন। ফিরেই নাটকের মহড়া শুরু করবেন।
‘পেন্ডুলাম’-এর গল্প লেখা হয়েছে এক বয়স্ক ব্যক্তি রতনকে কেন্দ্র করে। কাছের মানুষরা বিদেশে চলে গেলে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন। তার একাকিত্বের গল্প রয়েছে এখানে। টেলিভিশন নাটকের স্বর্ণযুগে অভিনয় করে নন্দিত হয়েছেন আফজাল হোসেন। তিনি প্রথম মঞ্চে অভিনয় করেছিলেন ঢাকা থিয়েটারের ‘বিদায় মোনালিসা’ নাটকে। মঞ্চে তার দ্বিতীয় নাটক ‘সংবাদ কার্টুন’।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা