মসজিদ থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ২১:৫৮
শেয়ার :
মসজিদ থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ফেরার পথে জামাল উদ্দিন (৫৪) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি আওয়ামী লীগ সমর্থক ছিলেন বলে জানা গেছে।

গতকাল শনিবার বাদ এশা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আল মদিনা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তিনি ওই ওয়ার্ড মেম্বার ও ওই এলাকার শেখ আহমদের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর একটি হত্যা মামলায় জামাল উদ্দিনকে আসামি করা হয়। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে এক মাস বিশ দিন জেল খেটে গত ঈদুল আযহার আগের দিন জামিনে মুক্তি পান। এরপর থেকে এলাকায় বসবাস করছিলেন। গতকাল শনিবার রাতে মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মটরসাইকেলযোগে আসা হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত জামাল উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’