চেক চুরির এক মাস পর টাকা তুলতে গিয়ে ধরা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ২১:৪২
শেয়ার :
চেক চুরির এক মাস পর টাকা তুলতে গিয়ে ধরা

পটুয়াখালীর দশমিনায় বিএনপি নেতা ও মৎস্য ব্যবসায়ির ব্যাংক হিসাবের চেক চুরির প্রায় এক মাস পর টাকা তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই কিশোর। আজ রবিবার দুপুর ১২টার দিকে জনতা ব্যাংক পিএলসি দশমিনা শাখায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট হিসাব পরিচালনাকারী চেকের মালিক উপজেলা বিএনপি নেতা ও মৎস্য ব্যবসায়ি রুহুল আমীন মোল্লাকে খবর দেয়। তিনি সেখানে গিয়ে ওই দুই কিশোরকে দশমিনা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান নিউ মিতালী মৎস্য আড়তে নিয়ে যান। পরে ফোনকলে বিষয়টি দশমিনা থানায় জানালে তাদের আটক করে নিয়ে যায় থানা পুলিশ।

আটক মিজানুর রহমান (১৪) উপজেলা সদরের জহির প্যাদার ছেলে ও ফাইজুল (১৪) উপজেলার আলীপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম আলীপুরা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

ব্যবসায়ি ও বিএনপি নেতা রুহুল আমীন মোল্লা জানান, গত ১৩ জুলাই রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার সময় জনতা ব্যাংকের হিসাব থেকে ব্যবসায়িক প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য পৃথক দুটি চেকের পাতায় স্বাক্ষর করে টেবিলের ড্রয়ারে তালা আটকিয়ে রাখি। এর মধ্যে একটি ১ লাখ ১২ হাজার পাঁচশ ও অপরটি ১ লাখ ৬২ হাজার পাঁচশ টাকার চেক ছিল। ওই রাতেই ড্রয়ারের তালা ভেঙে কে বা কাহারা স্বাক্ষর করা ওই দুইটি চেক নিয়ে যায়। না পেয়ে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বিষয়টি জনতা ব্যাংক পিএলসি’র দশমিনা শাখা ব্যবস্থাপককে লিখিতভাবে অবহিত করি। আজ ব্যাংকে ওই চেক নিয়ে টাকা তুলতে গেলে কর্তৃপক্ষ ওই দুই কিশোরকে আটক করে আমাকে খবর দেয়। তাৎক্ষণিক আমি ব্যাংকে গিয়ে তাদেরকে আমার মাছের আড়তে নিয়ে আসি এবং পুলিশে খবর দেই। পরে থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

জনতা ব্যাংক পিএলসি দশমিনা শাখা ব্যবস্থাপক মো. আবুয়াল কাশেম মুঠোফোনে আমাদের সময়কে বলেন, ‘গত মাসে আমাদের ব্যাংক গ্রাহক রুহুল আমীন মোল্লার স্বাক্ষরিত ব্যাংক হিসাবের চেক চুরির পরপরই তিনি আমার কাছে লিখিতভাবে অভিযোগ করেন। ওই সময়েই আমি তাকে থানায় জিডি করতে বলি এবং ওই চেক দিয়ে যাতে এই শাখাসহ অন্য কোনো শাখা থেকে টাকা উত্তোলন করতে না পারে সেই ব্যাপারে আমার শাখার সকল কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করি। সেই সেঙ্গে জনতা ব্যাংকের দেশের সকল শাখায় এই বার্তা প্রেরণ করেছি। আজ দুপুরে গ্রাহক রুহুল আমীন মোল্লার স্বাক্ষর ও ১৪ জুলাই ২০২৫ তারিখ সম্বলিত ১ লাখ ১২ হাজার পাঁচশ টাকার একটি চেক নিয়ে ওই দুই কিশোর ব্যাংকে এসে টাকা উত্তোলনের চেষ্টাকালে তাদের হাতেনাতে ধরে ফেলি।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আমাদের সময়কে বলেন, ‘আটককৃতরা ১৪ বছরের কিশোর। আইনগতভাবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গ্রাহকের আরেকটি চেক উদ্ধারের চেষ্টা চলমান আছে। এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানার জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।’