ইরাকে পানি পরিশোধন কেন্দ্র থেকে গ্যাস লিকেজ, অসুস্থ ৬ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ২০:১০
শেয়ার :
ইরাকে পানি পরিশোধন কেন্দ্র থেকে গ্যাস লিকেজ, অসুস্থ ৬ শতাধিক

ইরাকের নাজাফ ও কারবালা শহরের মাঝপথে একটি পানি শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০-র বেশি শিয়া তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ঘটনায় মোট ৬২১ জনের শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা সুস্থ আছেন।

প্রতি বছর লাখো শিয়া মুসলিম কারবালায় ইমাম হুসাইনের মাজার জিয়ারত করতে যান এবং আরবাঈন পালনে অংশ নেন। দুর্ঘটনাটি আরবাঈনের তীর্থযাত্রার মধ্যেই ঘটেছে।

পুলিশ জানায়, কারবালা-নাজাফ সড়কের ওই পানি শোধনাগার থেকে ক্লোরিন লিকের কারণে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক।

দশকের পর দশক যুদ্ধ, সংঘাত ও দুর্নীতির কারণে ইরাকের অবকাঠামো নষ্ট হয়ে গেছে। নিরাপত্তা মান বজায় না রাখার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত জুলাইয়ে কুত শহরের একটি শপিং সেন্টারে আগুনে ৬০ জনের বেশি নিহত হয়েছিলেন।