যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। এটাকে বলা হচ্ছে এক্সএফজি ভ্যারিয়েন্ট। ইউরোপের কিছু দেশেও এই ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন চিকিৎসকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সাধারণভাবে এই ভ্য়ারিয়ান্টকে বলা হচ্ছে স্ট্রাটাস। চলতি বছর জানুয়ারি মাসে দক্ষিণপূর্ব এশিয়ায় দেখা মিলেছিল এই ভ্যারিয়েন্টের। মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে কেউ নতুন এই স্ট্রেইনে আক্রান্ত হননি। তবে জুন মাস থেকেই শুরু হয় সংক্রমণ। জুনের শেষ দেখা যায় যুক্তরাষোট্র যত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৪ শতাংশ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মার্কিন স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ নেই যে এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের থেকে বেশি মারাত্মক। এ নিয়ে এখনও কোনও সতর্কতা দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে হলে অন্যান্য করোনার মতোই সমস্যা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতির করোনায় আক্রান্ত হলে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, গলা জ্বালা, নাক দিয়ে পানি পড়া, গন্ধ না পাওয়া, ক্লান্তি, শরীরে ব্যাথা, মাথাধরা, বমিভাব ও মাথা ঘোরা হতে পারে
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস