তিশাকে ‘নাটক কম করো পিও’ বললেন শাওন
সংগীতশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা হিসেবে খ্যাতি কুড়িয়েছেন মেহের আফরোজ শাওন। শোবিজের পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও জড়িত আছেন। বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে মাঠে বেশ সরব ছিলেন এই অভিনেত্রী। চেয়েছিলেন দলটির হয়ে নির্বাচন করতেও।
গেল বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর পর রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবশ্য ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় এই অভিনেত্রীকে। থামানো যায়নি শাওনের রাজনৈতিক ইস্যুতে দেওয়া ফেসবুক পোস্ট।
তারই ধারাবাহিকতায় এবার ‘মুজিব’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন শাওন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আজ রবিবার তিশার একটি ভিডিও ক্লিপ যুক্ত করে শাওন লিখেছেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে এক ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।’
একসঙ্গে কাজ করেছেন জানিয়ে এই নির্মাতা-অভিনেত্রী বলেন, ‘১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্লাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হতো। আমার পরিচালনায় “একলা পাখী” ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে “ইনু মামা ইনু মামা” ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
শাওন লিখেছেন, ‘“মুজিব- একটি জাতির রূপকার” ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’
কথার শেষটা করেছেন তিশাকে উদ্দেশ করে ‘নাটক কম করো পিও’ লেখার মধ্যদিয়ে। পোস্টটি ঘিরে ইতিমধ্যেই নেটিজেনরা নানা কথা লিখে যাচ্ছেন। বেশি ভাগই তিশাকে ‘পাকা অভিনেত্রী’ বলে যাচ্ছেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’