তারাগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করেন স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালালে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরহাট বটতল নামক স্থানে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা প্রথমে তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পেয়ে পিটুনি শুরু করেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
নিহতের নাম রুপলাল (৪৫)। তিনি তিনি উপজেলার ঘনিরামপুর ডাঙা পাড়া গ্রামের এলাকার খগেনের ছেলে। অপর আহত ব্যক্তি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকার প্রদীপ (৪৮)।
গুরুতর আহত অপর ব্যক্তিকে প্রথমে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ, ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং অপরজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।