গাজা দখল ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ১০:২৬
শেয়ার :
গাজা দখল ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক তুরস্কের

মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধ হয়ে গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই অঞ্চলের প্রধান শক্তিগুলোকে এ জন্য এগিয়ে আসার ডাক দিয়েছেন। 

তুরস্ক সরকার ইসরায়েলের গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির এ নতুন ধাপ বাস্তবায়ন রোধে বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

তবে রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইসরায়েল গাজায় তাদের কার্যক্রমের বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েল বলেছে, ২০২৩ সালের অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করা সশস্ত্র গোষ্ঠী হামাস আত্মসমর্পণ করলে যুদ্ধ শেষ হতে পারে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ‘ইসরায়েলের নীতির লক্ষ্য ফিলিস্তিনিদের ক্ষুধার কারণে তাদের ভূমি থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া এবং গাজায় স্থায়ীভাবে আগ্রাসন চালানো।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখার জন্য দেশগুলোর পক্ষে কোনো যুক্তিসঙ্গত অজুহাত নেই।’

তিনি জানান, এ নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

এদিকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেছেন, ‘গাজায় আজ যা ঘটছে, তা কেবল ফিলিস্তিনিদের কিংবা প্রতিবেশী দেশগুলোর জন্য নয়। এটি অত্যন্ত বিপজ্জনক এক পরিস্থিতি। ইসরায়েলের এই পরিকল্পনা অগ্রহণযোগ্য।’