উজিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্তকে পুলিশে দিল স্থানীয়রা
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসন প্রকল্পে বসবাসকারী ৭ম শ্রেণির এক ছাত্রীকে বনভোজনসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষককে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেন।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার এস আই মো. তারেক আজিজ।
ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে বনভোজনের কথা বলে ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে ওই ছাত্রী জানায়।
স্থানীয়রা জানান, ধর্ষক একই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে বিরেন বাড়ৈ (৫০)। ঘটনার সময় স্কুলছাত্রীর বাবা-মা ঘরে না থাকার সুযোগেই ধর্ষণ করা হয়।
স্কুলছাত্রী আরও জানায়, ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়ে আসে লম্পট বিরেন বাড়ৈ।
বিষয়টি গতকাল শনিবার সকালে ছাত্রীর পরিবার স্থানীয়দের কাছে জানালে স্থানীয়রা ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।