উপদেষ্টা আসিফ মাহমুদের অনুষ্ঠান বয়কট করল নাটোর জেলা বিএনপি

নাটোর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ২০:৫৭
শেয়ার :
উপদেষ্টা আসিফ মাহমুদের অনুষ্ঠান বয়কট করল নাটোর জেলা বিএনপি

‘দলবেঁধে’ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ায় সেটি বয়কট করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকালে শহরের কানাইখালি মিনি স্টোডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তিনি ও অন্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দিতে যান। সকাল সোয়া ১০টার দিকে আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ কয়েকজন নেতা ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে ডিবির পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব তাদের বাধা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা অনুষ্ঠান ত্যাগ করেন এবং পরে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।

তবে অভিযোগ অস্বীকার করে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ হাসিব বলেন, নিরাপত্তার দায়িত্ব পালনে পেশাদারত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন।

নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, অনুষ্ঠানে উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা জোরদার ছিল। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ছাত্র, জনতা ও সাধারণ মানুষের উপস্থিত অনেক ছিল। এ সময় বিএনপির নেতারা অনুষ্ঠানে একসঙ্গে দলবেঁধে গেলে তাদের বারণ করা হয় উপদেষ্টা নিরাপত্তার স্বার্থে। সেখানে পুরো নিরাপত্তার দায়িত্ব ছিলেন তারা। এটা নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে।