ঢাবি হলে বামদের কমিটি নিয়ে আপত্তি করা হয়নি কেন, প্রশ্ন ফরহাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কয়েকটি ছাত্রসংগঠনের হলভিত্তিক কমিটি হওয়ায় প্রশ্ন তোলা হলেও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর হলভিত্তিক কমিটি নিয়ে কেন আপত্তি করা হয়নি প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারি এস এম ফরহাদ। আজ শনিবার মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ বলেন, ‘শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে, হলে রাজনীতি না হোক। আমরা চাই, হলের বাইরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজনীতি করুক। অথচ বাম সংগঠনগুলো হলে কমিটি গঠন করলেও কেউ প্রশ্ন তোলে না, এখন কেন?’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘শিবির হল এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি চালায় না। হলে আমাদের কোনো দলীয় কর্মসূচি নেই। আমরা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এস এম ফরহাদ বলেন, ‘কেউ বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিত বা মনগড়া প্রস্তাবনা দিয়ে শিবিরকে দিক নির্ধারণ করতে পারে না। শিবির চলে নিজস্ব দলীয় নীতির ভিত্তিতে।’