রাজধানীতে সড়ক বিভাজকের সঙ্গে জিপের ধাক্কা, ২ চাচাতো ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট ২০২৫, ১৭:০৪
শেয়ার :
রাজধানীতে সড়ক বিভাজকের সঙ্গে জিপের ধাক্কা, ২ চাচাতো ভাই নিহত

রাজধানীর বনানীর আমতলীতে সেতু ভবনের সামনে উড়ালসড়কের বিভাজকে একটি জিপের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ওই জিপে থাকা দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজারীবাগের মরহুম মুন্না হোসেন মুন্নার ছেলে, ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা শওকত হোসেন কানন (৪৫) ও সাহিদুর রহমানের ছেলে, ট্যানারি ব্যবসায়ী মোহাম্মদ রিন্টু (৪৬)। আহত ব্যক্তির নাম হাসনাত (৩২), তিনি চামড়ার ব্যবসা করেন। তারা তিনজন সম্পর্কে চাচাতো ভাই।

কাননকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী বিল্লাল হোসেন বলেন, সাদা রঙের একটি জিপ ফ্লাইওভারের (উড়ালসড়ক) ডিভাইডার (বিভাজক) সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সেতু ভবনের সামনে ফ্লাইওভারের ঢালে রোড ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটিতে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে আহত রিন্টুকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, আহত শওকত হোসেন কাননকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ভোর পৌঁনে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। আহত হাসনাত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

তিনি আরও বলেন, গাড়িটি রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগার পরে তাতে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটির আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।