স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১৬:৫৪
শেয়ার :
স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিল্পীদের উদ্দেশে অশ্লীল বার্তার ঘটনা নতুন কিছু নয়। চলতি বছরের শুরুর দিকে শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের এক কর্মী আপত্তিকর মন্তব্য করে বসেন। আর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে পোস্টও দেন ফারিয়া। ওই যুবকের মন্তব্যের স্ক্রিনশট ও প্রোফাইলের ছবি শেয়ার করে প্রতিবাদ জানান অভিনেত্রী। পরবর্তীতে চাকরি হারান যুবক।

এবার অভিনেত্রী প্রসূন আজাদ শেয়ার করলেন তেমনই একটি স্ক্রিনশট। তবে এটি কোনো মন্তব্যের ঘর থেকে নয়, এসেছে অভিনেত্রীর ইনবক্সে। মেসেজে প্রসূনকে উদ্দেশ করে তার শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

ফেসবুকে সেই স্ক্রিনশট শেয়ার করে প্রসূন লিখেছেন, ‘আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই, বিশ্বাস করেন। একই জিনিস। খালি রঙটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায়, একই চামড়া পাছায় থাকে। ট্রাস্ট মি।’

তার পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, সেই ব্যক্তির নাম-পরিচয় ও কর্মস্থল প্রকাশ করুন। জবাবে প্রসূন বলেন, ‘উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।’

বলা দরকার, ২০১২ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রথম রানারআপ হন প্রসূন আজাদ। এরপর নাম লিখান অভিনয়ে। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ সরব থাকলেও ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী।