শুরু হয়েছে ‘ম্যানেজ মাস্টার’

বিনোদন ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১৬:২৯
শেয়ার :
শুরু হয়েছে ‘ম্যানেজ মাস্টার’

‘ম্যানেজ মাস্টার’ নাটকের পোস্টার

নাগরিক জীবনের নানা স্তরের মানুষদের জীবন, প্রেম, প্রতারণা এবং তাল মিলিয়ে চলার গল্পে শুরু হলো নতুন ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। গতকাল শুক্রবার থেকে আরটিভিতে প্রচার হচ্ছে নাটকটি।

এক বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, প্রতি সপ্তাহের শুক্র থেকে সোমবার রাত ১০টায় নাটকটি দেখা যাবে। কয়েকটি পরিবারের গল্প একত্রিত করে তৈরি হয়েছে এই ধারাবাহিকটি।  

গল্পে দেখা যাবে, রাজীব নামের এক তরুণ তার বাবার ব্যবসায় আগ্রহী না হয়ে অভিমান করে ফুচকার দোকান খোলেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে নতুনভাবে জীবনকে চিনতে চায় রাজীব।

অন্যদিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরে দাবাপ্রেমী জুলমত আলীর বাড়িতে ভাড়াটে হিসেবে থাকেন তিন বেকার যুবক খোকা, বদি ও মামুন। বেকার জীবন থেকে বাঁচতে তিনজনই চেষ্টা করেন জুলমত আলীর মেয়ের মন জয় করে তাকে বিয়ে করতে।

নাটকটি নিয়ে সঞ্জিত সরকার বলেন, ‘জীবনের নানা চাপে, চরিত্ররা কে কতটা “ম্যানেজ” করতে পারে, সেটিই দেখা যাবে ‘ম্যানেজ মাস্টার’ নাটকের গল্পে।’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এজাজুল ইসলাম, নরেশ ভূঁইয়া, প্রাণ রায়, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, শামীমা নাজনীন, মাসুম বাশার, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ, মতিউর রহমান, শফিউল আলম বাবু, আল আমিন দুররানী, রেশমা আহমেদ, সুমাইয়া অর্পা, রকি খান, সালমান আরাফাত, তমা ইসলামসহ আরও অনেকেই।