বেলুচিস্তানে সেনা অভিযান, নিহত ৩৩
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, নিহতরা সবাই আফগান সন্ত্রাসী ছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তানের একাধিক সীমান্ত রয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তানের এক দল সন্ত্রাসী অনুপ্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে ৩৩ জন অনুপ্রবেশকারীর মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সেনাবাহিনীর দাবি, অনুপ্রবেশকারীরা আফগানিস্তানের নাগরিক হলেও পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি)-এর সঙ্গে জড়িত। তারা বেলুচিস্তানে টিটিপির সাংগঠনিক কার্যক্রম বিস্তারের জন্য এসেছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস