তারাগঞ্জে বাবু হত্যা মামলায় গ্রেপ্তার ৩

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ১৩:৪৯
শেয়ার :
তারাগঞ্জে বাবু হত্যা মামলায় গ্রেপ্তার ৩

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইরফান রহমান বাবু (২৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর একটি বিশেষ দল।

গত বৃহস্পতিবার রাতে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বোটঘর গ্রামের একটি পাকা রাস্তার পাশ থেকে গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারী জেলার উত্তম মোশারফ পূর্ব পাড়া গ্রামের হোসেন আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (২২), একই জেলার বিস্মরি চাঁদের হাট গ্রামের মৃত আকিবার হোসেনের ছেলে মো. বাবু (২৫), এবং পঞ্চপুকুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. রবি (২২)।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ওয়্যারলেস সেট এবং নগদ ৩৮ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৩ এর একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে তাদের তারাগঞ্জ থানার মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট চারলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে ইরফান বাবু (২৩) নিখোঁজ হন। পরদিন ২৯ জুলাই সকালে ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা মাঠে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ঘটনার পর নিহতের পরিবার তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি নং- ১৪/৮৯, তারিখ- ২৯/০৭/২০২৫, ধারা ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী রুজু করা হয়।