কে এই অভিনেত্রী
সামিরা খান মাহি
উসকো-খুসকো চুল, হাতে খাবারের থালা। খাবার খাচ্ছেন দুই পা সামনে মেলে। দেখে যে কেউ মনে করবেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এমনই ক’টি ছবি গেল কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম দাপিয়ে বেড়াচ্ছে। আর ছবিগুলো প্রকাশ করেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। কারণ ছবিগুলো তারই আর এমন লুকে সামনে এসে সবাইকে চমকে দিলেন এই অভিনেত্রী।
সামিরা খান মাহির এমন লুকের পেছনের কারণ নাটকের চরিত্র। ‘বকুল ফুল’ নাটকে এভাবেই দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। পাগলের চরিত্রে মাহি যেন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন নিজের লুকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শুরুতে ছবি দুটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বকুল ফুল-এর শুটিংয়ের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।’
সামিরা খান মাহি বলেন, ‘গতানুগতিক গল্প থেকে বেরিয়ে এসে নতুন ও ভিন্ন গল্পে মনোযোগী হয়েছি। সেই জায়গা থেকেই “বকুল ফুল” নাটকে অভিনয় করা। এটার গল্পটা একদম ভিন্ন ও নতুনত্ব আছে। এরই মধ্যে সবাই মোটামোটি জেনে গেছেন। এমন চরিত্রে অভিনয় করা যেমন চ্যালেঞ্জিং, তেমনি আনন্দদায়ক।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট