ট্রাম্প-পুতিন বৈঠক ১৫ আগস্ট /

ভূখণ্ড বিনিময়ের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ০৮:৪২
শেয়ার :
ভূখণ্ড বিনিময়ের ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, তিনি আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন।

তবে ট্রাম্প আরও জানিয়েছেন, যেকোনো শান্তি চুক্তির ক্ষেত্রে “কিছু ভূখণ্ড বিনিময়” অন্তর্ভুক্ত থাকতে পারে- যা ইতিমধ্যেই বিতর্কিত প্রস্তাব হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের স্বাগত জানাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করব। রাশিয়া দিয়েই শুরু করব।’

তবে রাশিয়ার আগ্রাসন বন্ধ করে শান্তি চুক্তি আনার জন্য তার কয়েক মাসের প্রচেষ্টায় কী পরিবর্তন এসেছে- সে বিষয়ে তিনি তেমন বিস্তারিত কিছু জানাননি।

যদিও তিনি ইঙ্গিত দেন, কোনো অগ্রগতি হলে তাতে ভূখণ্ড বিনিময় অন্তর্ভুক্ত থাকতে পারে।

তিনি বলেন, ‘এটা খুব জটিল। তবে আমরা কিছু ফিরে পাব, আর কিছু অদলবদল করব। উভয় পক্ষের স্বার্থে কিছু ভূখণ্ড বিনিময় হবে, তবে এ নিয়ে আমরা হয় পরে, না হয় কাল কথা বলব।’

ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে এমন কোনো চুক্তির বিরোধিতা করে আসছে, যাতে অধিকৃত ভূখণ্ড-যেমন ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া-রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার বিষয় থাকে।

অন্যদিকে, পুতিন বহুবার বলেছেন যে, যেকোনো চুক্তির শর্তে ইউক্রেনকে ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলে থাকা কিছু ভূখণ্ড ছেড়ে দিতেই হবে।