বিস্ফোরক অভিযোগ রাধিকার

বিনোদন সময় ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
বিস্ফোরক অভিযোগ রাধিকার

বলিউডের জনপ্রিয় তারকা রাধিকা আপ্তে। গত বছরের ডিসেম্বরে কন্যাসন্তানের মা হন। সম্প্রতি অন্তঃসত্ত্বা থাকা অবস্থার কিছু তিক্ত অভিজ্ঞতার কথা তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেই সঙ্গে এক পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যও করলেন। অভিনেত্রী জানান, তার অন্তঃসত্ত্বার খবরে ওই পরিচালক (নাম প্রকাশ করেননি) খুশি হননি। বরং আরও টাইট পোশাক পরাতে বাধ্য করেন এবং ওজন বেড়ে যাওয়ার জন্য কটূক্তি করেন।

নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’-এর লাইভে এসব অভিযোগ করেন রাধিকা। তিনি বলেন, ‘তখন তিন মাসের গর্ভবতী ছিলাম। প্রচণ্ড খিদে পেত, তাই খেতামও অনেক। শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তবে আমার দিকটা বোঝার পরিবর্তে ওই পরিচালক নানাভাবে বিব্রত করতেন। যখন সেটে ব্যথা হতো, অস্বস্তি বোধ করতাম- তখন তিনি ডাক্তার দেখাতে যেতেও দেননি। তার এ আচরণ সত্যিই হতাশ করেছিল।’

তবে একই সময়ে একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে গিয়ে একেবারে ভিন্ন অভিজ্ঞতা হয় বলে জানান রাধিকা। তিনি বলেন, “একজন হলিউড পরিচালক, যার সঙ্গে তখন কাজ করছিলাম, তিনি দারুণভাবে সমর্থন দিয়েছেন। একদিন তাকে বললাম, আমি এখন বেশি খাচ্ছি, শুটিং শেষ হতে হতে হয়তো একেবারে আলাদা দেখতে হব।

তিনি হেসে বলেন, ‘তাতে কী? তুমি তো অন্তঃসত্ত্বা। যদি পুরোপুরি অন্য মানুষ হয়ে যাও, তবু সমস্যা নেই।’ ওই পরিচালকের সেই কথা আমার মনে গভীরভাবে গেঁথে গেছে।”