সৌদিতে ছেলের মরদেহ, দেশে আনতে সরকারের কাছে পরিবারের আকুতি

মুরাদনগর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৫, ১৪:৩৪
শেয়ার :
সৌদিতে ছেলের মরদেহ, দেশে আনতে সরকারের কাছে পরিবারের আকুতি

ভাগ্য বদলের আশায় বিদেশে গিয়ে জীবনটাই হারিয়ে ফেললেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের সোনারামপুর গ্রামের ২২ বছর বয়সী নূর মোহাম্মদ আকাশ সরকার। 

গত ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ এলাকার একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়। কিন্তু মর্মান্তিক এই ঘটনার ৬ মাস পেরিয়ে গেলেও তার মরদেহ এখনো দেশে ফেরানো সম্ভব হয়নি।

আকাশের মৃত্যুর পর থেকে তার মা-বাবা গভীর শোকে নিমজ্জিত। তাদের একমাত্র চাওয়া, সন্তানের মরদেহটি যেন তারা শেষবারের মতো দেখতে পান এবং নিজ হাতে দাফন করতে পারেন। আকাশের পরিবার সরকারের কাছে আকুতি জানিয়েছেন যাতে তাদের সন্তানের মরদেহটি দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়।

আকাশের পাঠানো বোরকা হাতে নিয়ে মা সাহিদা বেগম বিলাপ করে বলেন, ‘আমার কলিজার টুকরা আমারে রাইখা চইলা গেছে। আপনারা আমার কলিজার লাশটা আইনা দেন। আমি তারে বুকে জড়াইয়া ধইরা মাটি দিমু।’ 

আকাশের বাবা রফিকুল ইসলাম সরকার বলেন, ‘মরদেহ আনতে আমাদের আর্থিক সামর্থ্য নেই। ৯ মাস আগে আমার ছেলে বিদেশ গিয়েছিল। ৬ মাস আগে সে মারা গেছে। সরকারের কাছে অনুরোধ, আমার আকাশের মরদেহটা দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দিন।’ 

আন্দিকুট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘পরিবারের আর্থিক সংকটের কারণে সরকারি খরচে মরদেহটি দেশে আনার জন্য তিনি অনুরোধ করেছেন।’ 

প্রবাসী কল্যাণ সংস্থা কুমিল্লার সহকারী পরিচালক আলী হোসেন আশ্বাস দিয়ে বলেন, ‘মরদেহ আনার সরকারি খরচের পাশাপাশি দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং পরবর্তীতে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।’ 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান দৈনিক আমাদের সময়কে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’