আইসিইতে যোগ দিচ্ছেন সাবেক ‘সুপারম্যান’ ডিন কেইন
শিগগিরই যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)-তে যোগ দিচ্ছেন ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতা ডিন কেইন । এক সাক্ষাৎকারে কেইন বলেন, ‘আমি খুব শিগগিরই আইসিই এজেন্ট হিসেবে শপথ নেব।’
উল্লেখ্য, তিনি এর আগেই একজন শপথ নেওয়া আইনপ্রয়োগকারী কর্মকর্তা।
এই ঘোষণার আগে কেইন একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি সাধারণ নাগরিকদের আইসিই-তে যোগ দেওয়ার আহ্বান জানান। সংস্থাটির সম্প্রতি শুরু হওয়া নিয়োগ অভিযানের অংশ হিসেবে তিনি এই উদ্যোগ নেন। এই আইসিই সংস্থাটিই ট্রাম্প প্রশাসনের সময় অভিবাসী বহিষ্কারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ডিন কেইন ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ ‘লোইস অ্যান্ড ক্লার্ক: দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব সুপারম্যান’-এ ‘সুপারম্যান’ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
কেইন আরও বেশ কয়েকটি চলচ্চিত্র এবং টিভি শোতে অভিনয় করেছেন এবং পরিচালনাও করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এক বিবৃতিতে জানিয়েছে, কেইন আগামী মাসে সম্মানসূচক আইসিই অফিসার হিসেবে শপথ নেবেন।
ডিএইচএসের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেছেন, ‘সুপারম্যান আমেরিকানদের উৎসাহ দিচ্ছেন বাস্তব জীবনের সুপারহিরো হতে। যাতে নাগরীকরা নিজ দেশের আহ্বানে সাড়া দিয়ে এবং আইসিই-এর সাহসী নারী-পুরুষদের সঙ্গে যোগ দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের গ্রেপ্তারে সাহায্য করতে পারেন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস