লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
০৮ আগস্ট ২০২৫, ০৯:৪৪
শেয়ার :
লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে সোলেমান শাহদাত (২৪) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) মর্গে রাখা হয়েছে।’

নিহত শিক্ষার্থীর পরিবারের বরাদ দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সোলেমান স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি ধানমন্ডির একটি রেস্টুরেন্টে পার্টটাইম চাকরি করতেন।’ 

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, সোলেমান মাঝেমধ্যে তার এক ঘনিষ্ঠ বন্ধু সিয়ামের বাসায় আড্ডা দিতে যেতেন। সিয়াম একটি কলেজের অনার্সের শিক্ষার্থী। গতকাল রাতে সোলেমান কাজ শেষে গিয়েছিলেন সেই বাসায়। উঠেছিল তাদের তৃতীয় তলায় ছাদে। সেখানে আড্ডার সময়ে তিনি ছাদের বাউন্ডারি রেলিং-এর ওপর দিয়ে দুই ভবনের মাঝে দিয়ে ছাদ থেকে পড়ে যান।’

তিনি আরও বলেন, ‘মাথাসহ শরীরে বিভিন্ন আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানেকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন।’

তিনি যোগ করেন, ‘ওই বাসার রেলিংটি ছিল ছোট। তিনি সেখানে বসে ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তার বন্ধু। হয়তো অসাবধানতাবসত সেখান থেকে পড়ে গেছেন তিনি।‘

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।‘

জানা যায়, রাজধানীর লালবাগ রোডের রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে নিহত সোলেমানের বাসা। তার বাবার নাম নাজমি শাহদাত। তিনি সিকিউরিটি গার্ডের কাজ করেন।