হিজবুল্লাহকে নিরস্ত্র করার মার্কিন পরিকল্পনা লেবাননের মন্ত্রিসভায় অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ০৯:৪২
শেয়ার :
হিজবুল্লাহকে নিরস্ত্র করার মার্কিন পরিকল্পনা লেবাননের মন্ত্রিসভায় অনুমোদন

হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার বিষয়ে আলোচনার জন্য বৈঠক করেছে লেবাননের মন্ত্রিসভা। যুক্তরাষ্ট্রের প্রভাবিত এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ বৈঠক করেছে দেশটির সরকার। যদিও হিজবুল্লাহ আগে থেকেই এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বৃহস্পতিবার বৈঠকের পর বলেছেন, মন্ত্রীরা অস্ত্রের মালিকানা কেবল রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য মার্কিন প্রস্তাব অনুমোদন করেছেন।

লেবাননের তথ্য মন্ত্রী আগেই জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে এবং দেশটিতে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের উদ্দেশ্যে মন্ত্রিসভা একমত হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি।

এদিকে হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপ-প্রধান মাহমুদ কোমাতি লেবানন সরকারের সিদ্ধান্তকে ‘অপমানজনক পদযাত্রা’ এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ‘আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছেন।

কোমাতি আল জাজিরাকে বলেন, ‘পৃথিবীর কোনো রাষ্ট্র বা সরকারই এমন নয়, যারা নিজেদের ভূখণ্ডে প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়- যখন শত্রু এখনো সে ভূখণ্ড দখল করে আছে এবং প্রতিদিন লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হিজবুল্লাহ জাতিসংঘের সনদের অধীনে ইসরায়েলকে প্রতিরোধ করার অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে, যা ব্যক্তিগত বা সম্মিলিত আত্মরক্ষার সহজাত অধিকার নিশ্চিত করে।’

আলোচনাগুলো অনুষ্ঠিত হয় দুই দিন পর, যখন মন্ত্রীরা ঘোষণা দেন যে, বছরের শেষ নাগাদ তারা ছয়টি সরকারি বাহিনীর জন্য অস্ত্র সরবরাহ সীমিত করার পরিকল্পনা করছেন। হিজবুল্লাহর সংসদীয় জোট সরকারকে অভিযুক্ত করে বলেছে, তারা “আমেরিকান দাবিগুলো মেনে নেওয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে,” যা ইসরায়েলের স্বার্থে কাজ করবে।