১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশিকে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আটকদের মধ্যে দুইজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাতে বিজিবি একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।
আটকদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলায়।
সাতক্ষীরা সদর থানা সুত্রে জানা গেছে, ভারত থেকে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে দেশে ফেরার সময় গত মঙ্গলবার পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট বিএসএফ ১৬ বাংলাদেশিকে আটক করে।
পরদিন বুধবার সন্ধ্যায় বিএসএফ’র আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এদিন রাতেই তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে থানায় হস্তান্তর করেন।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, বিজিবি কর্তৃক হস্তান্তরকৃত ১৬ বংলাদেশি নাগরিকের মধ্যে বৃহস্পতিবার সকালে দুইজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের যাচাই-বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।