পল্লী সঞ্চয় ব্যাংকের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
শৃঙ্খলাজনিত বিভাগীয় মামলার তদন্ত কার্যক্রমে পেশাদারিত্ব ও গতিশীলতার লক্ষ্যে তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে পল্লী সঞ্চয় ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তিনি বলেন, ‘পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মাঠ পর্যায়ে সক্রিয় হয়ে গ্রাহকদের নিকট পৌঁছাতে হবে।’
এ সময় তিনি শ্রেণিকৃত ও মেয়াদোত্তীর্ণ ঋণ হ্রাস এবং পুনরুদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশনাও প্রদান করেন। এছাড়াও সরকারি বিধি অনুযায়ী শৃঙ্খলা রক্ষা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন:
সরকারকে দীর্ঘমেয়াদি ঋণ দিতে অনীহা ব্যাংকের
সচিব আরও বলেন, ‘ভালো মানুষ হতে পারলেই ভালো কাজ করা সম্ভব। ফলে পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রমকে দেশের প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ভবিষ্যতে ব্যাংকের প্রধান কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে কার্যক্রম পরিদর্শনের আগ্রহও প্রকাশ করেন সচিব।
আরও পড়ুন:
ফের বাড়ল স্বর্ণের দাম
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সরদার কেরামত আলী এবং পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, মহাব্যবস্থাপক এ.বি.এম. জাহিদ হোসেন ও মো. আলাউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচির সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভাগীয় মামলার সুষ্ঠু ও গোপনীয় তদন্ত, আইনি প্রক্রিয়া এবং শৃঙ্খলার নানা দিক নিয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন বলে আশা করা হচ্ছে। এই জ্ঞান ভবিষ্যতে ব্যাংকের শৃঙ্খলা রক্ষা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।