জুলাই ঘোষণাপত্রে প্রত্যাশার পূর্ণ প্রতিফলন হয়নি: শিবির সভাপতি
সদ্যঘোষিত জুলাই ঘোষণাপত্রে জাতির সকল শ্রেণির প্রত্যাশার পূর্ণ প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেছেন, ‘সরকারের সদ্যঘোষিত জুলাই ঘোষণাপত্রে জাতির সকল শ্রেণির প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটেনি। বিশেষ করে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল-কলেজ, মাদ্রাসা, সাংবাদিক সমাজ, প্রবাসী কর্মী ও অ্যাক্টিভিস্টদের কথা তাতে উপেক্ষিত হয়েছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘আমরা আশা করেছিলাম, জুলাই ঘোষণাপত্রটি হবে একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক দলিল। কিন্তু সেখানে আমরা হতাশ হয়েছি। সরকারকে অনুরোধ জানাবো— তারা যেন বিষয়টি পুনর্বিবেচনা করে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনী নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের প্রদর্শনীতে গত ১৫ বছরের রাষ্ট্রীয় অপকর্ম এবং বিচারিক হত্যাকাণ্ডের দলিল তুলে ধরা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে, যারা মুখে মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, তারাই উগ্র মব সন্ত্রাস সৃষ্টি করে ছবিগুলো সরিয়ে দিয়েছেন। আমরা ধৈর্য্য ধারণ করেছি, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।’
তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর থেকে সহাবস্থান ও আদর্শিক চর্চার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতেও গণতান্ত্রিক পন্থায় অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে।’