চতুর্থ স্ত্রীকে পিটিয়ে হত্যা, ‘মাদক ব্যবসায়ী’র বাড়ি পুড়িয়ে দিলো জনতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ১৮:০৬
শেয়ার :
চতুর্থ স্ত্রীকে পিটিয়ে হত্যা, ‘মাদক ব্যবসায়ী’র বাড়ি পুড়িয়ে দিলো জনতা

বিয়ের পরপরই স্ত্রীদের দিয়ে মাদক ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে স্বামী নুর ইসলামের (৩৫) বিরুদ্ধে। কিন্তু তার চতুর্থ স্ত্রী সুইটি আক্তার নিশিকে (২০) বিয়ের দেড় বছর পরেও এ ব্যবসায় রাজী করাতে না পেরে পিটিয়ে হত্যা করেছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার দিনগত রাত দশটার দিকে উপজেলার বরমী গ্রামের মধ্যপাড়ায় নুর ইসলাম মৃধার বাড়িতে ঘটনাটি ঘটেছে। তবে এই হত্যাকাণ্ডের জেরে আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয় জনতা মাদক সম্রাট নুর ইমলামের দুইটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

নিহত সুইটি আক্তার নিশি ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুর ইসলাম উপজেলার বরমী গ্রামের মো. শাজাহান মৃধার ছেলে। দেড় বছর আগে সুইটির সঙ্গে নুর ইসলামের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার মাসের এক মেয়ে সন্তান রয়েছে।

জানা যায়, এর আগেও তার চার জন স্ত্রী ছিলেন। নুর ইসলাম এলাকার চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়, সুইটি আক্তার নুর ইসলামের চতুর্থ স্ত্রী। আগের তিন স্ত্রীদের দিয়েও তিনি মাদক ব্যবসা করাতেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু সুইটি মাদক ব্যবসায় রাজী না হওয়ায় গত ৪-৫ দিন ধরে তার ওপর মারধরসহ নির্যাতন চালিয়েছেন নুর ইসলাম। এক পর্যায়ে গতকাল বুধবার রাতে নুর ইসলাম ও তার মা জোবেদা সুইটিকে মারধর করে গুরুতর আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় সুইটিকে স্থানীয় এক ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঘরে রেখে বাহির থেকে তালাবন্ধ করে পালিয়ে যান নুর ইসলাম। এ খবর জানাজানি হলে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে সুইটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার জেরে উত্তেজিত এলাকাবাসী আজ বৃহস্পতিবার ভোরে নুর ইসলামের দুইটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয় আব্দুল ছামাদ মৃধা, মামুন হোসেন, হোসেন আলী মৃধা, আনোয়ার মৃধাসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, ‘প্রায় ২০-২৫ বছর ধরে নুর ইসলাম এলাকায় মাদক ব্যবসা করছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা, মাদকসহ অনেক মামলা রয়েছে। আমরা বহু চেষ্টা করেছি, তার বিচার করতে। কিন্তু পারিনি। ফলে ক্ষুব্ধ হয়ে এর আগেও তার বাড়ি ভেঙ্গে দিয়ে ছিলো এলাকাবাসী। তার স্ত্রী সুইটি মাদক ব্যবসার তথ্য ফাঁস করায় গতকাল বুধবার রাতে তাকে পিটিয়ে হত্যা করেছে। বিষয়টি জানাজনি হলে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। আজ ভোরে উত্তেজিত জনতা তার দুইটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।’

সুইটির মামা জসিম শেখ বলেন, ‘সুইটির খালু ঘটক নাজমুল নুর ইসলামের সঙ্গে গোপনে তার বিয়ে দেয়। পরে আমরা জানতে পারি, নুর ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিয়ের পর থেকে নুর ইসলাম সুইটির ওপর নির্যাতন করতেন। গতকাল বুধবার রাত দশটার দিকে ঘটক নাজমুল জানান, সুইটি মারা গেছে। খবর পেয়ে আমরা দ্রুত নুর ইসলামের বাড়িতে গিয়ে সুইটির মরদেহ দেখতে পাই। এছাড়াও তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’

শ্রীপুর ফায়ার সাভির্সের কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সাভির্সের সদস্যরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় নিহতের শাশুড়ি জোবেদা খাতুনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে।’