করাচিতে কারাখানায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ১৭:৫০
শেয়ার :
করাচিতে কারাখানায় আগুন

পাকিস্তানের করাচিতে একটি কারাখানায় ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে অন্তত সাতজন আহত হয়েছেন। এখনো অনেকে আটকা পড়ে আছেন। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, আগুনের কারণ এখনো জানা যায়নি। উদ্ধার কার্যক্রম এখনো চলছে। সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

ফায়ার সার্ভিস এই ঘটনাকে থার্ড ডিগ্রি ফায়ার বলে বর্ণনা করেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২টি ইউনিট ও ১৬ জন দমকলকর্মী। ইতিমধ্যে পাঁচতলা ভবনের ছাদ ধসে পড়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারখানা থেকে নারী ও পুরুষ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বের হয়ে আসছে।