শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজির বেশি ওজনের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানটির কার্গো অংশে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৭০টি স্বর্ণের বার (গোল্ডবার) উদ্ধার করা হয়, যার মোট ওজন ৮ কেজি ১২০ গ্রাম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং স্বর্ণ জব্দের ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?