বেওয়ারিশ ৬ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর
জুলাই আন্দোলনে নিহত হওয়া পরিচয় না পাওয়া এক নারীসহ ৬ মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আজ বৃহস্পতিবার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন দেয়া হবে জানিয়েছেন শাহবাগ থানার পুলিশ ।
গত বছর জুলাইয়ে তারা নিহত হওয়া ৬ মরদেহের মধ্যে পল্টন এলাকা থেকে একজনের মরদেহ, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩ জনের মরদেহ ও ঢামেক হাসপাতাল থেকে এক নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মরদেহগুলো শাহবাগ থানার পুলিশের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গের মরচুয়ারীতে রাখা হয়। এছাড়া তাদের ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নিখোঁজের সন্ধানে অনেকেই এসেছিলেন। কিন্তু মরদেহ দেখে সনাক্ত করতে পারেননি কেউ। তবে, পরেও যদি কেউ নিখোঁজের সন্ধানে আসতে, তারা ডিএনএ-এর জন্য প্রয়োজনীয় নমুনা দিতে পারবেন।
সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, আদালতের নির্দেশে যুগ্ন কমিশনার (ক্রাইম ) ফারুক হোসেন ও ডিসি রমনা মাসুদ আলমের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই ৬ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফনের জন্য দেওয়া হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?