কিশোরের গানে চমক দিলেন কুমার বিশ্বজিৎ
একটি দুর্ঘটনা জীবনের সব হিসাব–নিকাশ পাল্টে দিয়েছে দেশ বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের। একমাত্র সন্তান কুমার নিবিড় ২০২৩-এর ফেব্রুয়ারিতে কানাডায় মারাত্মক দুর্ঘটনায় আহত হন। সেই থেকে এখনও পর্যন্ত দেশটিতে চিকিৎসাধীন নিবিড়। বর্তমানে কানাডার মিসিসাগারের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি।
এদিকে, মর্মান্তিক সেই দুর্ঘটনার পর গান থেকে অনেকটাই দূরে আছেন কুমার বিশ্বজিৎ। বেশির ভাগ সময়ই তিনি অবস্থান করছেন ছেলের পাশে। থাকছেন কানাডায়, দেখভাল করছেন ছেলের চিকিৎসার। তবে সময় পেলেই মাঝে মধ্যে গান করেন, অংশ নেন স্টেজ শোতেও।
তারই ধারাবাহিকতায় বিশ্বজিতের স্নেহধন্য কণ্ঠশিল্পী কিশোর দাসের জন্য একটি গানের সুর-সংগীতায়োজন করেছেন তিনি। শিরোনাম ‘কান্দে রে ভাই কান্দে’। এর কথা লিখেছেন আলী আকবর রুপু। সম্প্রতি গানটি কিশোরের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। সুর-সংগীতের বাইরেও গানের মধ্যে আরও চমক দিয়েছেন কুমার বিশ্বজিৎ। এর ভিডিও’র শেষদিকে আবির্ভূত হন তিনি। কিশোরের পাশাপাশি তিনিও নিজ কণ্ঠে মাইকের সামনে গেয়ে ওঠেন এই গান।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গানটি প্রসঙ্গে কিশোর বলেন, ‘কুমার বিশ্বজিৎ স্যার আমার যেকোনো কাজের সঙ্গেই কোনো না কোনোভাবে যুক্ত থাকেন। মানুষ হিসেবে যেহেতু দু’জনই গানপাগল, তাই আমার গানেও তার পরামর্শ বা ভালো-মন্দ বিষয়গুলো পাই সর্বদাই। “কান্দে রে ভাই কান্দে” গানটি লিটন অধিকারী রিন্টু কাকু লিখে দেওয়ার পর স্যার লিরিক দেখে সুর ও সংগীত করে দেওয়ার দায়িত্বটি নেন। এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। শুধু তাই নয়, অডিও এবং ভিডিওতে চমক রাখেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট