মাধবপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
ঢাকা সিলেট মহাড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল কলেজছাত্র মোফাজ্জল।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নয়াপাড়া আল আমীন হোটেল সংলগ্ন এ দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়েছিল কড়রা গ্রামের জয়নাল মিয়ার ছেলে মোফাজ্জল (১৮)। মাছ ধরে বাড়িতে ফেরার পথে ঢাকা থেকে সিলেটগামী ঢাকা মেট্রো শ-১৩-২৪৪৫ কাভার্ডভ্যান ধাক্কা দিলে ছিটকে গর্তে পড়ে যায় মোফাজ্জল। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে নিহতের ভাই নাঈমুল ইসলাম নিশ্চিত করেন।
জানা গেছে, নিহত মোফাজ্জল সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, নিহতের মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজত রয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।