পাওনা টাকা নিতে গিয়ে নিখোঁজ, পরদিন মিলল মরদেহ

বান্দরবান সংবাদদাতা
০৭ আগস্ট ২০২৫, ১৩:১৭
শেয়ার :
পাওনা টাকা নিতে গিয়ে নিখোঁজ, পরদিন মিলল মরদেহ

বান্দরবানের রুমা উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে অংচুং খুমী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল বুধবার রাতে রুমা সদর ইউনিয়নের মেনদুই পাড়া এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহত অংচুং খুমী রুমা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রফুংমক পাড়ার বাসিন্দা। তিনি সম্প্রতি মেনদুই পাড়ার জাদি ম্রো নামের এক ব্যক্তির কাছে ৩০টি সেগুন গাছ বিক্রি করেন। প্রতিটি গাছের দাম ধরা হয়েছিল ১,৫০০ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার তিনি পাওনা টাকা সংগ্রহ করতে মেনদুই পাড়ায় যান এবং সেখানেই রাত কাটান। এর পরদিন বুধবার সকালে নিজ পাড়ায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। বিকেলের দিকে মেনদুই পাড়া থেকে কিছুটা দূরে রাস্তার পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যান। পরদিন সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাহাড়ি এলাকার ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে।

ওসি বলেন, ‘ঘটনাস্থলটি খুবই দুর্গম এলাকায়। আমরা মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। আমি নিজেই সেখানে যাচ্ছি। ফিরে এসে বিস্তারিত বলা যাবে।’

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পাওনা টাকা বা পূর্ব কোনো বিরোধের জেরে অংচুং খুমীকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।