রাজধানীতে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১

ঢামেক প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৫, ১৩:০০
শেয়ার :
রাজধানীতে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১

রাজধানীর কাঁটাবনে পিকআপ-ভ্যান ও ট্রাকের সংঘর্ষে একরাম হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে রাজধানীর শাহবাগ থানাধীন কাঁটাবন চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন পিকআপ চালক মাসুদ রানা (৪২) ও তার ছেলে সালমান (১৬)।

নিহত একরাম কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন। বর্তমানে মিরাবাজার ,পুবাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আহতরাও একই জায়গায় থাকেন।  

আহত পিকআপ চালকের ছেলে আহত সালমান বলেন, তার বাবা পিকআপ ভ্যানের চালক। রাতে একরাম নামে ওই ব্যবসায়ীর ভাঙ্গারি মালামাল নিয়ে টঙ্গী থেকে ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে কাঁটাবন মোড়ে একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানে সংঘর্ষে তারা তিনজন আহত হয়। এরপর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একরামকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।