নিরবের ‘দেশ’
সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। নাম ‘দেশ’। এটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং- এমনটাই জানালেন নির্মাতা।
অ্যাকশনধর্মী এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে নিরবকে। একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় উঠে আসবেন তিনি। নায়িকার বিষয়টি এখনই প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা।
নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান, ‘এ সিনেমা নিয়ে কয়েক মাস হলো নিরবের সঙ্গে কথা হচ্ছে। আমরা অনেকটা এগিয়েছি। চলতি মাসেই শুটিং শুরুর কথা ছিল কিন্তু নিরবের অন্য দুই সিনেমার কারণে এখন শুটিং শুরু করতে পারলাম না। ডিসেম্বরে শুটিংয়ে যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে রেখেছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমার গল্প প্রসঙ্গে নিরব বলেন, ‘ছবির গল্পটা যেহেতু দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে তাই ছবিটির ঘোষণা দেওয়ার জন্য গণঅভ্যুত্থান দিবস ছাড়া উপযুক্ত সময় হতেই পারে না। মুক্তিও আমরা সামনে গণঅভ্যুত্থান দিবসে দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘এখানে আমার চরিত্রের নামও দেশ। নিজের নাম যখন দেশ হয়, তখন ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, আসছে সেপ্টেম্বরে পরীমণির সঙ্গে জুটি হয়ে নিরব শুরু করতে যাচ্ছেন ‘গোলাপ’ সিনেমার কাজ। এটি পরিচালনা করেছেন সামছুল হুদা। আর মুক্তির অপেক্ষায় আছে তার ‘শিরোনাম’ সিনেমাটি।