পারমাণবিক অস্ত্র নিয়ে বিশ্বকে সতর্কবার্তা জাপানের
হিরোশিমা দিবস
দ্বিতীয় বিশ^যুদ্ধের শেষের দিকে ১৯৪৫ সালের ৬ আগস্ট প্রথম পারমাণবিক বোমা হামলার সাক্ষী হয়েছিল বিশ^। নিমিষেই আগুনে ধূলিসাৎ হয়েছিল জাপানের হিরোশিমা নগরী। গতকাল সেই ভয়াবহ ট্র্যাজিডির ৮০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করেছিল জাপান। হিরোশিমা নগরীর মেয়র বিশ^ নেতাদের পারমাণবিক অস্ত্র সম্পর্কে সতর্ক করেছেন।
দিনটি উপলক্ষে কয়েক হাজার মানুষ শান্তির জন্য প্রার্থনায় মিলিত হন। জাপানের প্রধানমন্ত্রী শিগুরু ইশিবা প্রার্থনায় যোগ দিয়েছিলেন। প্রতিবছরই দিনটি বিশেষভাবে পালন করে জাপান। এবারও তার ব্যতিক্রম হয়নি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সামরিক বাহিনীর কিছু ইউনিটের সদরদপ্তর আর একটি প্রধান সরবরাহ ঘাঁটি ছিল হিরোশিমায়। ‘এনোলা গে’ নামের একটি বিমান থেকে ‘লিটল বয়’কে ফেলার কিছুক্ষণের মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৪০০০ ডিগ্রি সে. উঠে যায়। এতে তাৎক্ষণিকভাবে ৭৮ হাজার মানুষ নিহত হন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর ৩ দিন পর ‘ফ্যাট ম্যান’ ডাকনামের আরেকটি পারমাণবিক বোমা নাগাসাকিতে ফেলা হয়। এতে তাৎক্ষণিক প্রায় ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়। বিবিসি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস