নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে: গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এতদিন পর্যন্ত ছিল নির্বাচন বিলম্ব করা। এখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বানচাল করার। সে কারণে জনগণকে সাথে নিয়ে আমাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’
আজ বুধবার বিকেল ৬টায় রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে রংপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের প্রচলিত আইনে গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনার বিচার সম্ভব। তাই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা। দেশের জনগণ ১৫ বছর ধরে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। তাই জনগণের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, সরকারের ঘোষিত সময়ে যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আগামী দিনের গণতন্ত্র উত্তরণের চূড়ান্ত দিন ৫ আগস্ট, কিন্তু এটা আমাদের চূড়ান্ত বিজয় নয়। যেই তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে সেই তারিখে নির্বাচনটা হবে। সবাই ভোট কেন্দ্রে যাবে, নিরাপদে যার যার ভোট সে সে দেবে, যাকে খুশি তাকে দেবে। দিনের ভোট দিনে দেবে, নিজের ভোট নিজে দেবে।কারো ভোট কেউ দিবে না। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে আপনাদের সদা জাগ্রত থাকতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে বিজয়ে প্রথম ধাপ পূরণ হলেও, নির্বাচনের মাধ্যমে চুড়ান্ত বিজয় অর্জিত হবে। তাই নির্বাচন বিলম্ব না করে সঠিক সময়ে নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে আমরা বিশ্বাস রাখতে চাই। তবে প্রধান উপদেষ্টার নির্বাচন দেওয়ার আশ্বাস বানচালের চেষ্টা করতে পারে। এ জন্য আমাদের সবাইকে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তারা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিলেন। শহিদদের নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় বিএনপি। সেই দায়িত্ব আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দেবে সেই বিশ্বাস রয়েছে।’
এ সময় তিনি শহিদ আবু সাঈদের সম-অধিকারের স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
এ সময় রংপুর মহানগর বিএনপির আহবায়ক মো. সামসুজ্জামান সামুর সভাপতিত্বে মহানগর বিএনপির সদস্যসচিব মোহাম্মদ মাহফুজ উন নবী ডন ও রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়বক মো. সাইফুল ইসলামসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।